ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

শার্শায় অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

প্রকাশিত : ১৬:২৪, ২৯ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

যশোরের শার্শা উপজেলার নাভারণ থেকে ইয়ানুর রহমান (২৫) ও মোহর আলী (৩২) নামে দুই সন্ত্রাসীকে একটি ওয়ান শুটার গান,এক রাউন্ডগুলি,একটি লোহার কার্টার এবং একটি রামদাসহ গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ।

রোববার দুপুরে নাভারন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আ. হামিদ এর চায়ের দোকানের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইয়ানুর রহমান ঝিকরগাছা উপজেলার চান্দেরপোল গ্রামের  আব্দুস সামাদের ছেলে এবং মোহর আলী একই উপজেলার রাজার ডুমুরিয়া গ্রামের শুকুর আলী ছেলে।

শার্শা থানার এসআই হাসান আলী বিষয়টি নিশ্চিত করে জানান,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সন্ত্রাসীমূলক কর্মকান্ড পরিচালনার প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে অস্ত্র,গুলি,লোহার কার্টর ও রামদা উদ্ধার করা হয়। এ ব্যাপারে শার্শা থানায় সন্ত্রাসী কর্মকান্ড ও অস্ত্র আইনে মামলা হয়েছে।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি