ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

নাভারণ মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

প্রকাশিত : ১৮:১৩, ৩০ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

যশোরের শার্শা উপজেলার নাভারণ মহিলা আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ভ্রাম্যমান নার্সারী ও উপজেলা বন বিভাগের সহযোগিতায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেছেন শার্শার মোটর ম্যাকানিক উদ্ভাবক মিজানুর রহমান।

মঙ্গলবার সকালে মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি সালেহ আহমেদ মিন্টুর সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হ্যানিম্যান হোমিও প্যারামেডিকেল কলেজ নাভারণ শাখার ডাক্তার ওবাইদুর রহমান, কবিরাজ আবু হানিফ হেলাল, সাংবাদিক আব্দুর রহিম, রাসেল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিবেশের উপর গভীর চিন্তা চেতনা ও পরিবেশের ভারসম্য রক্ষার্থে উদ্ভাবক মিজানুর রহমানের ভ্রাম্যমান নার্সারীর এগিয়ে চলা।পরিবেশের উপর বিশেষ অবদান রাখায় ইতোমধ্যে সরকারিভাবে তাকে দেওয়া হয়েছে ৫০ হাজার টাকার অনুদান। সহযোগিতায় এগিয়ে এসেছে স্থানীয় বন বিভাগ।

উদ্ভাবক মিজানুর রহমান জানান, পরিবেশের উপর বিশেষ অবদান রাখায় সরকারিভাবে যে অর্থ আমাকে সহায়তা দেওয়া হয়েছে সেই অর্থের পুরোটাই আমি পরিবেশের ভারসম্য রক্ষার্থে পরিবেশবান্ধব গাছ বিতরণের কাজে ব্যয় করতে চাই।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি