ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

বাঘায় বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

প্রকাশিত : ০৮:৪৪, ২ মে ২০১৯ | আপডেট: ১০:৫৭, ২ মে ২০১৯

Ekushey Television Ltd.

রাজশাহীর বাঘা উপজেলায় বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার মীরগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- হেলপার হানিফ ও যাত্রী মনোয়ারা। নিহত অন্য নারী যাত্রীর পরিচয় এখনও পাওয়া যায়নি।

ওসি মহসিন আলী বলেন, বৃহস্পতিবার সকালে বাঘা বাসস্ট্যান্ড থেকে রাব্বী এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাস রাজশাহীর উদ্দেশে রওনা দেয়। পথে মীরগঞ্জ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের মুখোমুখি সংঘর্ষে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপারসহ অপর দুই নারীর মৃত্যু হয়। এ ঘটনায় আহতদের উদ্ধার করে বাঘা ও চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। বর্তমানে নিহতদের মরদেহ ও ঘটনা কবলিত বাসটি উদ্ধার উদ্ধারের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি