ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

বাঁধ ভেঙ্গে শতাধিক গ্রাম প্লাবিত (ভিডিও)

প্রকাশিত : ১৫:৫২, ৪ মে ২০১৯ | আপডেট: ১৫:৫৫, ৪ মে ২০১৯

Ekushey Television Ltd.

ঘূর্ণিঝড় ফণির প্রভাবে বেড়েছে জোয়ারের পানি। ঝালকাঠি, পটুয়াখালী, বরিশাল, ররগুনা, বাগেরহাটে বাঁধ ভেঙ্গে উপকূলীয় এলাকায় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া ঝোড়া বাতাসের কারণে এসব এলাকার নৌযান চলাচল বন্ধ হয়েছে।

ঘুর্নিঝড় ‘ফনি’ র্দুবল হয়ে আসলেও বঙ্গোপসাগর সংলগ্ন উপকুলীয় এলাকাগুলোর নদ-নদীতে বেড়েছে জোয়ারের পানি।

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঝালকাঠির বিভিন্ন এলাকায় বাঁধ ভেঙ্গে অন্তত ৫০ গ্রাম প্লাবিত হয়েছে। দুর্ভোগে পড়েছেন পটুয়াখালীর সদর উপজেলার মাটিভাঙ্গা, ভাজনা ফুলতলা এবং মির্জাগঞ্জ উপজেলার  মেহেন্দিয়াবাদ, চরখালী এলাকার বাসিন্দারা।

বাগেরহাটের শরণখোলায় জোয়ারের পানিতে অনেক গ্রাম প্লাবিত হয়েছে। বাড়িঘরে ঢুকে পড়েছে পানি।

মোংলায় জোয়ারে পশুর নদীতে পানি বেড়ে কানাইনগর ভেড়ি বাঁধটি ভাঙ্গতে শুরু করেছে। প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছেন স্থানীয় কয়েক শ’ পরিবার।

এদিকে, বরিশালে স্বাভাবিকের চেয়ে নদীর পানি এক থেকে দেড় মিটার বেড়েছে। নদী উত্তাল থাকায় বন্ধ রয়েছে দূরপাল্লার নৌযান।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি