ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

ঠাকুরগাঁওয়ে সংযোগ সড়ক না থাকায় দুর্ভোগ (ভিডিও)

প্রকাশিত : ১৫:৫৫, ৪ মে ২০১৯

Ekushey Television Ltd.

৩১ বছরেও সংস্কার হয়নি ঠাকুরগাঁওয়ের আমসারা খাড়িপাড়া সেতু সংযোগ সড়ক। তিন দশক আগে পীরগঞ্জের এই সড়কটি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। তাই সেতু থাকার পরও দীর্ঘদিন তা ব্যবহার করতে পারছে না দুই পাশের অন্তত ২০ গ্রামের মানুষ।

১৯৮৮ সালের বন্যায় জাবরহাট ইউনিয়নের খাড়িপাড়ায় টাঙ্গন নদীর উপর নির্মিত আমসারা ব্রিজের দু’পাশের অংশ ভেঙে যায়। এরপর থেকে এই সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে পীরগঞ্জ-সেতাবগঞ্জ উপজেলার মানুষ।

দীর্ঘদিনেও সড়কটি সংস্কার না হওয়ায় দুর্ভোগ পোহাচ্ছেন দু’পাশের বাসিন্দারা। বেশি অসুবিধায় পড়তে হয় রোগী ও শিক্ষার্থীদের।

হতাশার কথা জানালেন স্থানীয় জনপ্রতিনিধিও।

তবে সেতু সংস্কার ও রাস্তা মেরামতে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানালেন এলজিইডির এই প্রকৌশলী।

জনদুর্ভোগ বিবেচনায় দ্রুত কার্যকর উদ্যোগ দেখতে চায় ভুক্তভোগীরা।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি