ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

বাগেরহাটে ভেড়িবাঁধ ভেঙ্গে পানিবন্দি শতাধিক পরিবার

প্রকাশিত : ১৯:৫৩, ৪ মে ২০১৯

Ekushey Television Ltd.

বাগেরহাটের শরণখোলায় ভেড়িবাঁধ ভেঙ্গে দুই শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে জেলার শবরণখোলা উপজেলার বগী গ্রামে পানি উন্নয়ন বোর্ডের ৩৫/১ পোল্ডারের ভেড়িবাঁধের কয়েকটি পয়েন্ট ভেঙ্গে পানি ডুকে পানিবন্দি হয়ে পড়েছে।

ওই এলাকার মানুষের ঘর বাড়িতে পানি ডুকে পড়ায়, তারা উদ্বিগ্ন হয়ে পড়েছে। অনেকে সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছে।

এলাকাবাসী জানায়,শুক্রবার ভেড়িবাধের একটি স্থান দিয়ে পানি ডুকে অনেকের ঘর-বাড়িতে প্লাবিত হয়েছে। এতে ক্ষেতের ফসল নষ্ট হয়ে গেছে। রান্না ঘরে পানি উঠে গেছে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি নদী শাসন করে বাঁধ নির্মাণ করলে ঝড়-জলচ্ছাসে আমরা নিরাপদ থাকতে পারতাম।শুধু ঝড়ের সময় নয়, বছরের বেশিরভাগ সময় আমাদের আতঙ্কে থাকতে হয় কখন বাঁধ ভেঙ্গে পানি ঢুকে ঘর বাড়ি প্লাবিত হয়ে জানমালের ক্ষতি হয়।

কেআই/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি