ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

সারাদেশে নৌযান চলাচল শুরু

প্রকাশিত : ১০:০৩, ৫ মে ২০১৯ | আপডেট: ১৩:০৪, ৫ মে ২০১৯

Ekushey Television Ltd.

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে নদী উত্তাল থাকায় তিন দিন বন্ধের পর সারাদেশে সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে। আজ রোববার সকাল ৬টা ৫ মিনিট থেকে নৌযান চলাচলের অনুমতি দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বিআইডাব্লিউটিএ’র পরিবহন পরিদর্শক মো. হুমায়ূন কবির।

তিনি বলেন, এক নম্বর সতর্কতা সংকেত থাকলেও নৌযান চলাচলে কোনো বাধা নেই। নৌযান চলাচলের ঘোষণার পর সকাল ৭টা ২০ মিনিটে রাজধানীর সদরঘাট থেকে যাত্রী নিয়ে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে গেছে সোনারতরী লঞ্চ।

ঘূর্ণিঝড় ফণীর কারণে গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে অভ্যন্তরীণ নৌপথে চলাচল বন্ধ করে দিয়েছিল বিআইডাব্লিউটিএ।

সারা দেশে নৌযান চলাচল বন্ধ থাকায় ভোগান্তির শিকার হয়েছেন অনেকে। দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৩ দিন ধরে লঞ্চ এবং ২ দিন ধরে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। এতে উভয় পাড়ে সহস্রাধিক যানবাহন ও অসংখ্য যাত্রী আটকা পড়েন। সীমাহীন দুর্ভোগের শিকার হন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

টিআর/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি