ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

বৃষ্টি-জোয়ারে ফসলের ক্ষতির আশঙ্কা (ভিডিও)

প্রকাশিত : ১১:৪৮, ৫ মে ২০১৯

Ekushey Television Ltd.

ঘূর্ণিঝড় ফণির কারণে ক্ষতিগ্রস্তরা আশ্রয়কেন্দ্র থেকে বাড়িঘরে ফিরতে শুরু করেছেন। অনেকে ভেঙ্গে পড়া ঘর মেরামত করছেন। এদিকে, ফণির প্রভাবে টানা দু’দিনের বৃষ্টি ও জোয়ারের পানিতে উপকূলীয় জেলাগুলোতে কয়েক হাজার একর ফসল নষ্ট হবার আশংকা করা হচ্ছে। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম।

আশ্রয় কেন্দ্র থেকে ফিরছেন ঘরশূন্য ভিটায়। আঘাত মারাত্মক না হলেও খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, নোয়াখালীসহ উপকূলীয় জেলাগুলোতে ক্ষত রেখে গেছে ফণি। হাজার হাজার ঘরবাড়ি ধসে পড়েছে। উপড়ে গেছে অসংখ্য গাছপালা।

ক্ষতিগ্রস্তরা মেরামত করছেন বাড়িঘর ।

এদিকে, ফণির প্রভাবে জোয়ার ও টানা বৃষ্টিতে ক্ষতি হয়েছে উঠতি বোরো ধান। মরিচ, মুগডাল ও মিষ্টি আলুসহ রবিশস্যেরও ক্ষতি হয়েছে। উপকূলীয় জেলাগুলো ছাড়াও চাঁদপুর, যশোর, ঝিনাইদহ, গাজীপুরসহ মধ্যাঞ্চলের বেশ কিছু জেলায় বৃষ্টিতে ক্ষতি হয়েছে ফসলের।

টানা বৃষ্টির কারণে তাঁতপ্রধান জেলা সিরাজগঞ্জের বেলকুচি, শাহজাদপুর, এনায়েতপুর, উল্লাপাড়া ও সদর উপজেলার তাঁত কারখানাগুলো দু’দিন বন্ধ থাকে। এতে ক্ষতিগ্রস্ত হন প্রায় ৮ লাখ শ্রমিক ও ব্যবসায়ী।

এদিকে, ফণির ছোবল থেকে বাঁচতে লক্ষ্মীপুরের কমলনগরে বিভিন্ন কেন্দ্রে আশ্রয় নিয়েছিল প্রায় দুই হাজার মানুষ। আশ্রয় কেন্দ্রে সরকারিভাবে কোন খাবার দেয়া হয়নি বলে অভিযোগ তাদের।

সরকারের সহায়তায় আর নিজ উদ্যোগে ক্ষতিগ্রস্তরা ঘুরে দাঁড়াবেনÑ এমনটাই প্রত্যাশা সবার।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি