ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫

রাজবাড়ীতে ভুয়া ডাক্তারকে ২০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত : ২৩:৪৯, ৭ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

রাজবাড়ীতে সোবাহান মন্ডল নামে এক ভুয়া ডাক্তারকে আটক  করা হয়েছে। তার কাছ থেকে রবিবার বিকালে ভ্রাম্যমান আদালত ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।

সেই সাথে জেলা শহরের নতুন বাজার এলাকার মা ও শিশু চক্ষু ক্লিনিকের মালিক আবু জাফর খানকে আটক করা হয়। আবু জাফর জেলা শহরের সজ্জনকান্দা গ্রামের ইসারত আলী খানের ছেলে।

জানাগেছে, রোগীর চোখের অপারেশনের পর রাতে তার সাথে দেখা না করার বিষয় নিয়ে রোগির স্বজন ও স্থানীয়রা ওই ক্লিনিকে যান। এসময় তারা ক্লিনিকের কাগজপত্র ও চিকিৎসকের কাগজপত্র দেখাতে বলেন। তবে তারা কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। ওই সময় উত্তেজিত জনতা তাদের আটক করে।

রাজবাড়ী থানার এসআই জাহিদুল ইসলাম জানান, তারা খবর পেয়ে ওই দুইজনকে আটক করে জেলা প্রশাকের কার্যালয়ে নিয়ে যান।

গতকাল বিকেলে সেখানে নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুল্লাহ কাগজপত্র না থাকা এবং পাবনার একটি ক্লিনিকে নাক ও কানের চিকিৎসক হিসেবে সরকারী মনোগ্রামসহ প্যাড ছাপানোর কারণে, ভুয়া ডাক্তার সোবাহানকে ২০ হাজার টাকা জরিমানা করে। সেই সাথে ক্লিনিক মালিকের কাগজপত্র যাচাই-বাছাইয়ের জন্য সময় দেয়া হয়।

এনএম/এসি

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি