ঢাকা, রবিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৫

সাভারে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে কুপিয়েছে সন্ত্রাসীরা

প্রকাশিত : ১৬:১০, ৯ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

দাবিকৃত মোটা অংকের চাঁদা না দেওয়ায় সাভারে জহিরুল ইসলাম (৪৭) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার সকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কাকাবর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কাকাবর এলাকায় রয়েল গ্রুপের সাথে দীর্ঘ দিন ধরে ব্যবসা করে আসছিলো জহিরুল ইসলাম। বেশ কিছুদিন ধরেই পাঁচ লাখ টাকা দাবি করে আসছিলো স্থানীয় সন্ত্রাসী বাবুল, সোহেল, রহমান উল্লাহ ও জাহাঙ্গীর।

পরে সে চাঁদার টাকা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা সকালে তাকে কাকাবর এলাকায় নীর্জন স্থানে ডেকে নিয়ে এলোপাথারী ভাবে কুপিয়ে জখম করে। ব্যবসায়ীর চিৎকার শুণে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এরপর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করানো হয়।

স্থানীয়ারা আরও জানায়, ওই সন্ত্রাসীদের কারণে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। অবিলম্বে তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে তারা।

থানায় অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এ.এফ.এম সায়েদ।

এদিকে আহত ব্যবসায়ীর পরিবারের পক্ষ থেকে সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

এমএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি