ঢাকা, সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫

তুরাগে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৪, ১৬ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদে ডুবে রুবেল হোসেন নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার নিখোঁজে পর মঙ্গলবার সকালে কড্ডা এলাকা থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত রুবেল হোসেন ভাওয়াল বদরে আলম বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ফায়ার সার্ভিস ও নিহতের স্বজনরা জানায়, একই কলেজে অধ্যয়নরত ১৩ বন্ধু রোববার সকালে ইঞ্জিন চলিত একটি নৌকা নিয়ে কালিয়াকৈর উপজেলার মকশ বিলে বেড়াতে যায়। তুরাগ নদের ডুবাইল বিল এলাকায় গিয়ে দুই বন্ধু সাঁতরে  নদ পাড়ি দেয়ার জন্য ঝাঁপ দেয়। কিছুক্ষণ সাঁতার কাটার পর তারা ক্লান্ত হয়ে যায়। এসময় অপর সহপাঠীরা শাহান নামে এক বন্ধুকে উদ্ধার করতে সক্ষম হলেও রুবেল নিখোঁজ ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে গিয়ে রুবেলকে উদ্ধারে কাজ শুরু করে। পরে আজ মঙ্গলবার সকালে তার লাশ তুরাগ নদের কড্ডা এলাকা থেকে উদ্ধার করা হয়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে ১০ কিলোমিটার দুরে তুরাগ নদে লাশ ভাসতে দেখে স্থানীয়দের খবরের ভিত্তিতে রুবেলের লাশ উদ্ধার করা হয়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি