ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

বিয়ের দাবিতে চেয়ারম্যানের বাড়িতে গৃহবধূর অনশন

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২২:৩৮, ২০ আগস্ট ২০১৯ | আপডেট: ২২:৩৯, ২০ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের (৫২) বিরুদ্ধে বিয়ের দাবিতে ইউনিয়ন পরিষদ চত্বর ও চেয়ারম্যানের বাড়িতে সকাল থেকে রাত পর্যন্ত অনশন করে ফারিয়া আখতার চুমকি (৩৮)নামে এক গৃহবধূ। 

সোমবার থেকে ওই গৃহবধূ অনশন শুরু করেন।ফারিয়া আখতার চুমকী গাইবান্ধা জেলার কামদিয়া এলাকার বাসিন্দা ব্যবসায়ী সনি চৌধুরীর স্ত্রী ও এককন্যা সন্তানের জননী।অভিযুক্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক পাঁচবিবি উপজেলার ছাতিনআলী গ্রামের মৃত ইউনুস মন্ডলের ছেলে ও আওলাই ইউনিয়ন বিএনপির নেতা।

ফারিয়া আখতার চুমকি অভিযোগ করে বলেন, ৬-৭ মাস আগে মোবাইলে চেয়ারম্যানের সঙ্গে পরিচয় হয়।পরিচয়ের পর থেকেই বিয়ের প্রলোভন দেখিয়ে সে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে আমার সাথে দৈহিক সম্পর্ক গড়ে তোলে।কিছুদিন আগে আমাদের সম্পর্কের ব্যাপারটি আমার স্বামীসহ আত্মীয়দের মধ্যে জানাজানি হলে আমাকে বিভিন্ন রকম চাপ সৃষ্টি করতে থাকে,আমার পরিবারের চাপ সৃষ্টির কথা চেয়ারম্যান রাজ্জাককে জানিয়ে বিয়ের কথা বললে সে বিভিন্ন রকম টাল বাহানা করতে থাকে।এতে করে উপায়ন্তর না দেখে আজকে বিয়ের দাবিতে চেয়ারম্যান রাজ্জাকের কাছে এসেছি, আমি এখানে আসার পর থেকে সে পালিয়ে গেছে।

আওলাই ইউনিয়ন পরিষদের মেম্বার সেকেন্দার আলী বলেন,পাশের জেলার এক গৃহবধূ চেয়ারম্যানের বিরুদ্ধে বিয়ের দাবি নিয়ে অভিযোগ করেছে, যেহেতু এটা প্রমাণ সাপেক্ষ ব্যাপার তাই তাকে আইনানুগ ব্যবস্থা নিতে পরামর্শ দেওয়া হয়েছে।

আওলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সঙ্গে রাতে মোবাইলে (০১৭৪০-৯৯৪৯১১) যোগাযোগ করা হলে তিনি মোবাইল ধরেনি।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান জানান, মোবাইলের মাধ্যমে ঘটনাটি শুনেছি, তবে গৃহবধূ অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি