ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

ঠাকুরগাঁওয়ে দুই বাসের সংঘর্ষে নিহত ৩

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১১:২৯, ২২ আগস্ট ২০১৯ | আপডেট: ১২:৪৪, ২২ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের  ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের মন্ডলপাড়া নামকস্থানে দুটি বাসের সংঘর্ষে বাসের চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আরও ১৫জন। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজু এন্টারপ্রাইজের চালক বাবুল (২০), বাসের গাড়ির যাত্রী পঞ্চগড় জেলার চকলাই হাট এলাকার কামরুজ্জামান বাবু (৪২) ও  ঠাকুরগাঁও নারগুন এলাকার আবুল কালাম আজাদ (৩৫)।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি বাস (রাজু এন্টারপ্রাইজ) কে ঢাকা থেকে আসা একটি কোচ সোনার (বাংলা পরিবহন) অভার টেক করতে গিয়ে সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই  মারা যায় রাজু এন্টারপ্রাইজের ড্রাইভার ও একজন যাত্রী। এ সময় আহত ১৬ জনকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আনার পথে আরও একজন মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মফিদার রহমান।


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি