আন্দোলনের মুখে আশুলিয়ায় ২ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
প্রকাশিত : ২২:৪৪, ৪ সেপ্টেম্বর ২০১৯

শ্রমিক ছাঁটাই বন্ধ ও ছাঁটাইকৃত শ্রমিকদের কাজে পুনর্বহালের দাবিতে টানা চারদিন ধরে আন্দোলন চলছে। এর মধ্যে আন্দোলনের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো আশুলিয়ার দুইটি পোশাক করাখানা।
বুধবার সকালে আশুলিয়ার শিমুলতলা এলাকার ‘নাবা নীট কম্পোজিট লিমিটেড’ ও জামগড়ায় ফ্যান্টাসি কিংডমের পেছনে সিটকো গ্রুপের ‘ইএসকেই ক্লোথিং লিমিটেড’ নামের দুটি পোশাক কারখানার সামনে বন্ধের বিজ্ঞপ্তি ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ।
এর আগে গত রেববার সকাল থেকে এ দুই কারখানার শ্রমিকরা কাজ না করে কর্মবিরতি ও বিক্ষোভ করে আসছিলেন। এরই জেরে বুধবার সকালে কর্তৃপক্ষ কারখানার সামনে শ্রম আইনের ১৩/১ ধারা মোতাবেক বিজ্ঞপ্তি ঝুলিয়ে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে।
নাবা নীট কম্পোজিট লিমিটেডের শ্রমিকরা জানায়, গত ২৯ আগস্ট বৃহস্পতিবার কৌশলে ‘পিসি কমিটি’র সদস্যসহ ৩০ জন শ্রমিককে ছাঁটাই করে কর্তৃপক্ষ। তবে কী কারণে ছাঁটাই করা হয়েছে তা জানানো হয়নি। ছাঁটাইকৃত শ্রমিকদের কাজে পুনর্বহালের দাবিতে তারা আন্দোলন করে আসছিলেন। বুধবার আন্দোলনের চতুর্থ দিনে কারখানা বন্ধ ঘোষণা করেন কর্তৃপক্ষ।
কারখানার প্রশাসনিক ব্যবস্থাপনা পরিচালক আদম আলী বলেন, ‘আমাদের কারখানায় আমরা কাজের অর্ডার পাচ্ছি না। কারখানায় কাজ নেই, সে কারণেই ৩০ জনকে সকল পাওনাদি পারিশোধের মাধ্যমে ছাঁটাই করা হয় ও কারখানায় মুঠোফোন নিষিদ্ধ করা হয়। এর প্রতিবাদে শ্রমিকরা বেশ কয়েকদিন যাবৎ কর্মবিরতি ও বিক্ষোভ পালন করতে থাকেন। এ কারণে শ্রম আইনের ১৩/১ ধারা অনুযায়ী কারখানার সকল কর্যক্রম বন্ধ করে দেওয়া হয়। কারখানার শৃঙ্খলা না ফেরা পর্যন্ত বন্ধ থাকবে।’
এদিকে সিটকো গ্রুপের ‘ইএসকেই ক্লোথিং লিমিটেড’ কারখানার শ্রমিকরা জানান, বেতন-ভাতা ঠিকমত না দিয়ে গত ২৯ আগস্ট বৃহস্পতিবার ৩০ জন শ্রমিককে ছাঁটাই করে কর্তৃপক্ষ। এর প্রতিবাদে গত ১ সেপ্টেম্বর থেকে তারা কারখানায় প্রবেশের পর কাজ বন্ধ করে বিক্ষোভ করলে কর্তৃপক্ষের সঙ্গে তাদের সংর্ঘষে ৪ নারী শ্রমিক আহত হন।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) সানা সামিনুর রহমান বলেন,‘দুই কারখানায় নিয়ম মেনে শ্রমিকদের ছাটাই করা হয়েছে। এ নিয়ে শ্রমিকরা না বুঝে গত কয়েদিন যাবৎ আন্দোলন করে আসছিলেন। এরই জের ধরে বুধবার সকালে কারখানা কর্তৃপক্ষ কারখানাগুলো বন্ধ ঘোষণা করেন৷’ কারখানা দুটিতে কোনো অপ্রীতকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়ন রয়েছে বলে জানান তিনি।
এমএস/
আরও পড়ুন