নোয়াখালীর উপকূলে মেঘনার তীব্র ভাঙন (ভিডিও)
প্রকাশিত : ১৫:৫১, ৮ সেপ্টেম্বর ২০১৯
নোয়াখালীর উপকূলীয় অঞ্চলে মেঘনার ভাঙন তীব্র রূপ নিয়েছে। প্রতিদিনই বিলীন হচ্ছে ঘরবাড়ি, বসতভিটা, ফসলি জমি, বাজার, শিক্ষা-প্রতিষ্ঠানসহ সরকারি নানা স্থাপনা। বাস্তু-ভিটে হারানোর আতঙ্কে দিশেহারা হাজার হাজার মানুষ। তবে ভাঙন রোধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
মেঘনার তীব্র স্রোত আর জোয়ারের পানিতে নদীর পাড় ভেঙ্গে বছর বছর বিলীন হচ্ছে দ্বীপ উপজেলা হাতিয়ার গ্রামের পর গ্রাম।
শুধু হাতিয়া নয়; ভাঙনে বিলীন হচ্ছে সুবর্ণচর ও কোম্পানীগঞ্জের কয়েকটি উপজেলার হাজার হাজার একর জমি, হাটবাজার, রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মন্দিরসহ নানা স্থাপনা। কয়েকটি স্থানে ভেঙ্গে গেছে বেড়িবাঁধও। ফলে বাঁধে আশ্রয় নেয়া মানুষেরাও পড়েছেন বিপাকে।
বসতভিটা ও সম্পদ রক্ষায় দ্রুত স্থায়ী নদীরক্ষা বাঁধ ও সবুজ বেষ্টনি গড়ে তোলার দাবি জানান স্থানীয় জনপ্রতিনিধিরাও।
বেড়িবাঁধ নির্মাণের পাশাপাশি স্থায়ীভাবে ভাঙনরোধে একটি মেগা প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানোর কথা জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা।
পানি উন্নয়ন বোর্ডর তথ্যমতে, গত দশ বছরে হাতিয়া, সুবর্ণচর ও কোম্পানীগঞ্জের ১১ হাজার হেক্টরেরও বেশি ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। বসতভিটা ও ফসলি জমি হারিয়েছে ৩০ হাজারের বেশি পরিবার।
আরও পড়ুন