ঢাকা, বৃহস্পতিবার   ২৪ জুলাই ২০২৫

সাভারে বিশ্ব ফিজিওথেরাপী দিবস উদযাপিত

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১৯:১০, ৮ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানী ঢাকার অদূরে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুর্নবাসন কেন্দ্র(সিআরপিতে)২৪তম বিশ্ব ফিজিওথেরাপি উপলক্ষ্যে “দীর্ঘমেয়াদী ব্যথা নিরাময়ে ফিজিওথেরাপি কার্যকরী চিকিৎসা” এই প্রতিপাদ্যকে সামনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার দিন ব্যাপী এই কর্মসূচিতে সকালে সিআরপি থেকে র‌্যালী বের হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের শিমুলতলা পর্যন্ত প্রদক্ষিণ করে।পরে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় সিআরপির নির্বাহী পরিচালক মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এম.পি।

প্রতিমন্ত্রী আরও বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও সাধারন মানুষের পুনর্বাসনের জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে বাংলাদেশে ১৯৭৩ সালের ৬ নভেম্বর ফিজিওথেরাপি শিক্ষা ও চিকিৎসা চালু করেন। বর্তমান সরকার প্রতিবন্ধীতা উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজকল্যাণ মন্ত্রনালয় পরিচালিত ১০৩টি প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র এবং ৩২টি মোবাইল থেরাপি ভ্যানের মাধ্যমে উপজেলা পর্যায়ে ৪০লক্ষ সেশন ফিজিওথেরাপি চিকিৎসা প্রদান করা হচ্ছে। 
এছাড়া সরকারী হাসপাতাল সমূহেও ফিজিওথেরাপি চিকিৎসাসেবা বিদ্যমান রয়েছে বলে জানান।

প্রতিমন্ত্রী প্রতিবন্ধীদের প্রতি বর্তমান প্রধানমন্ত্রীর সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের কার্যক্রমের প্রশংসা করে বলেন,মানবতার নেত্রী জাতির জনকের সুযোগ্য কন্যার মেয়ে অটিজম শিশুদের জন্য কাজ করে যাচ্ছেন।তারই প্রচেষ্টায় দেশের বিভিন্ন হাসপাতালসহ শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক চিকিৎসা সেবা ও শিক্ষা প্রদানের ব্যবস্থা করা হয়েছে।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাকল্যাণ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব(প্রতিষ্ঠান ও প্রতিবন্ধীতা) মোহাম্মদ ইসমাইল, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান, বাংলাদেশ হেলথ প্রফেশন্স ইন্সটিটিউটের অধ্যক্ষ ডা.ওমর আলী সরকার, অধ্যাপক মো.ওবায়দুল হক (বিপিএ এর প্রতিষ্ঠাতা সভাপতি), সিআরপি ফিজিওথেরাপি বিভাগের প্রধান অধ্যাপক মুহাম্মদ আনোয়ার হোসেন প্রমূখ।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি