দোহারে মা সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশিত : ১৯:৫২, ১ অক্টোবর ২০১৯

ঢাকার দোহারে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এ সমাবেশের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদের সভাপতি শামীম আহমেদ হান্নান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মা যদি তার সন্তানদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে পারেন তাহলে ওরা একদিন এই পৃথিবীটাকে অনেক সুন্দর করে সাজাতে পারবে। আপনারা মা অনেক কিছুই পারেন। আপনাদের উপরে অনেকটা সন্তানদের ভবিষ্যত অনেকটা নির্ভর করে।ভালো কলেজে পড়তে হলে ভালো ছাত্র হতে হয়।
আমি বিশ্বাস করি,এভাবে যদি পরিকল্পনা মাফিক আমরা এগিয়ে যাই তাহলে সেদিন দূরে নয় যেদিন আমাদের সন্তানরা এ দেশটাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা হিসেবে বর্হিবিশ্বে মুখ উজ্জল করবে।
তিনি আরও বলেন, দোহার মাদকের ছোবলে পড়েছে।আমরা সেই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছি। পরিশেষে তিনি বাল্য বিবাহকে না বলার মধ্য দিয়ে তার পরামর্শমুলক বক্তব্য শেষ করেন।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাবেক সভাপতি আলহাজ্ব রমিজউদ্দিন আহমেদ।
কমল চন্দ্র পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, দোহার থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. লিয়াকত আলী, ইঞ্জিনিয়ার এমএ খান সোহেল, সাবেক ছাত্রনেতা সুরুজ আলম সুরুজ, সমাজ সেবক রমজান আলী শিকদার, লাবলু শিকদার, আশরাফ আলী, মাহিয়া রহমান, বিশ্বজিৎ গুহ, অ্যাড. বিপ্লব, মো. ফারুক হোসেন, প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক সরোজ কুমারসহ আরও অনেকে।
কেআই/
আরও পড়ুন