ঢাকা, মঙ্গলবার   ১২ আগস্ট ২০২৫

জয়পুরহাটে শিশুদের জন্য টয়-ব্রিকস’র উদ্বোধন

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৩, ৬ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

শিশুদের সৃজনশীলতার বিকাশ ও তাদেরকে বিনোদনের মাধ্যমে শিক্ষা, তাদেরকে লাইব্রেরি মুখী করার জন্য জয়পুরহাট সরকারি গ্রন্থগারের উদ্যোগে টয়-ব্রিকস এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়ছে।

রোববার (৬ অক্টোবর) বেলা ১২টায় সরকারি গ্রন্থাগারে এর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড.সামছুল আলম দুদু। 

এসময় উপস্থিত ছিলেন,সরকারি গ্রন্থাগারিক রোকনুজ্জামান, জয়পুরহাট লাইব্ররি এন্ড ক্লাবের সাধারণ সম্পাদক রাজা চৌধুরী, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা ওমা রানী দাস ও কম্পিউটার কিন্ডার গার্ডেন স্কুলের পরিচালক সুফিয়া সুলতানা। 

এসময় ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৫জন বাছাইকৃত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। 
দিনব্যাপী এই প্রশিক্ষণে কিভাবে টয়-ব্রিকসের মাধ্যমে শিশুরা জাতীয় পতাকা, ঘর-বাড়ী, আসবাবপত্র তৈরী করে নিজেদের প্রতিভাকে এগিয়ে নিতে পারে সে ব্যাপারে তাদের দিক-নির্দেশনা দেয়া হয়।
আই/কেআই


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি