ঢাকা, বুধবার   ১৩ আগস্ট ২০২৫

গৃহহীনদের জন্য তিন লক্ষ ঘর নির্মাণ করা হবে:ডা.এনামুর

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫৬, ৬ অক্টোবর ২০১৯ | আপডেট: ১৭:৫৬, ৬ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

দেশে নতুন করে গৃহহীনদের জন্য তিন লক্ষ দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

রোববার দুপুরে সাভারের তালবাগ এলাকায় নবগঠিত সাভার উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি একথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান আরও বলেন,বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের কোন মানুষ গৃহহীন থাকবে না।তাই সরকার দেশের অসহায় মানুষদের জন্য বিনামুল্যে ঘর নির্মাণ করে দিচ্ছে। 

তিনি আরও বলেন, সাভারে পিছিয়ে পড়া বেদে সম্প্রদায়সহ আরও পঞ্চাশটি ঘর নির্মাণ করা হয়েছে। আগামী ১১ অক্টোবর ঘরগুলো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে নতুন করে বন্যা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে।বন্যার্ত এলাকাগুলোতে নগদ অর্থ ও শুকনো খাবার দেওয়া হয়েছে।

মতবিনিময় সভায় এ সময় সাভার উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশন'র সভাপতি পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান, সাধারণ সম্পাদক তেতুলঝোঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমরসহ ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

পরে নবগঠিত সাভার উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপজেলায় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি