ঢাকা, শুক্রবার   ১৫ আগস্ট ২০২৫

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৫, ৮ অক্টোবর ২০১৯ | আপডেট: ১৭:২৬, ৮ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকল অনিয়ম, দুর্নীতি ও চিকিৎসক সংকট নিরসনের দাবীতে মানববন্ধন কর্মসূচি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার পাচ রাস্তার মোড় এলাকায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন 'আদর্শ মানব কল্যাণ সংস্থা'র উদ্যোগে মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন,মুক্তিযোদ্ধা আবু জাফর জব্বার, আদর্শ মানব কল্যাণ সংস্থার উপজেলা সভাপতি সিকদার জাহাঙ্গীর আলম, সম্পাদিকা সুরাইয়া আক্তার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম, শরনখোলা সরকারী কলেজ ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন, যুবলীগ নেতা সানি, যুবনেতা মাসুম বিল্লাহ্ প্রমুখ।

বক্তারা বলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা টি এইচ এ জামাল হোসেন শোভনের দুর্নীতি অনিয়ম বন্ধ করতে হবে।এ জামাল হোসেন অফিস চলাকালিন সময়ে রোগী দেখে সরকার র্নিারিত ফি'র অতিরিক্ত টাকা গ্রহণ করেন, অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে অনৈতিক সুবিধা গ্রহণ, অপ্রয়োজনীয় টেস্ট দিয়ে দরিদ্র রোগীদের হয়রানি,বিভিন্ন প্যাথলজি থেকে মোটা অংকের টাকা গ্রহণ এবং অফিসিয়াল টাইমে রোগী না
দেখে অষুধ কোম্পানীর প্রতিনিধিদের সময় দেয়াসহ নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতা করেন।

আগামী ৪৮ ঘন্টার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার এসব অনিয়ম ও দুর্নীতি বন্ধ না হলে, না হলে জনগণ নিয়ে হাসপাতাল ঘেরাও এর মতো কঠোর কর্মসূচির ঘোষণা দেন বক্তারা।এছাড়া সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে যত দ্রুত সম্ভব  চিকিৎসক সংকট নিরসনের দাবি জানান।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি