ঢাকা, শুক্রবার   ১৫ আগস্ট ২০২৫

বেদে সম্প্রদায়কে আর নৌকায় বসবাস করতে হবে না : ডা. এনামুর 

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪১, ৮ অক্টোবর ২০১৯ | আপডেট: ১৭:৪৩, ৮ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

দেশের মানুষের ভাগ্য উন্নয়নের বর্তমান আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

মঙ্গলবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ঢাকার ধামরাইয়ের বংশী নদীর তীরে কাইজারকুন্ড এলাকায় সমাজের পিছিয়ে পড়া বেদে সম্প্রদায় ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের জন্য নির্মিত ৫০টি দুর্যোগ সহনীয় ঘরের ভিত্তি প্রস্থর স্থাপন শেষে তিনি এসব কথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের কোন মানুষ গৃহহীন থাকবে না। 'গ্রাম হবে শহর, নতুন করে আবারও ১১ হাজার ৬’শ চারটি ঘর নির্মাণ করা হচ্ছে। বেদে সম্প্রদায়ের কোন মানুষ নৌকায় থাকবে না, যাদের ঘর নেই সবার ঘর নির্মাণ করে দেবে সরকার।
ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ সরদার, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)পারভেজুর রহমান, পৌর মেয়র আব্দুল গণি, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.এফ.এম. সায়েদ, সাভার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ খাঁনসহ আরও অনেকে।
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি