ঢাকা, শুক্রবার   ১৫ আগস্ট ২০২৫

আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে দোকান কর্মচারী নিহত (ভিডিও)

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৪, ৯ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানী ঢাকার উপকন্ঠ আশুলিয়ার বগাবাড়ী এলাকায় অগ্নি নির্বাপক সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আনিস হোসেন (৪০) নামের এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বগাবাড়ী এলাকার এইচ.আর ফায়ার ফাইটিং নামের একটি অগ্নি নির্বাপক সিলিন্ডারের দোকানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিহত আনিস হোসেন ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর থানার কৈতলা গ্রামের ফিরোজ হোসেনের ছেলে। আনিস হোসেন এইচ.আর ফায়ার ফাইটিং দোকানের কর্মচারী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানটিতে অগ্নি নির্বাপক সিলিন্ডার রি-ফুলিং করে বিভিন্ন শিল্প কারখানায় সরবরাহ করা হয়। বুধবার দোকান খোলার কিছুক্ষন পরে হঠাৎ করেই সেখানে মজুতকৃত সিলিন্ডারের মধ্যে একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়। এসময় দোকানে থাকা কর্মচারী আনিস গুরুত্বর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার সময় তার মৃত্যু হয়।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, এই সিলেন্ডারের দোকানটিতে নিম্নমানের গ্যাস দিয়ে খালি সিলিন্ডারে রি-ফুলিং করা হয়। দোকান পরিচালনার জন্য সরকারের সংশ্লিষ্ট দফতরের কোন অনুমতি নেই।

দূর্ঘটনার পর দোকানটি বন্ধ থাকায় মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাঈদ বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের পরিবারের দিক থেকে কোনরকম অভিযোগ না থাকায়, ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি