ঢাকা, শুক্রবার   ১৫ আগস্ট ২০২৫

পদ্মায় স্রোতে ফেরি চলাচল ব্যহত,দুর্ভোগে যাত্রীরা 

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২৪, ৯ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

পদ্মায় প্রবল স্রোতের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচলে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। স্রোতের সঙ্গে তাল রেখে ফেরিগুলো চলতে না পারায় দৌলতদিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় আটকে থাকছে শতাধিক যানবাহন।এতে কয়েকদিন ধরে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা যাত্রীরা ঘাটে এসে বিড়ম্বনার শিকার হচ্ছেন।
 
আজ বুধবার সকাল থেকে ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের ৪ কিলোমিটার পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি রয়েছে ফেরি পারের অপেক্ষায়। বাংলাদেশ অভ্যন্তরিণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) বলছে, ঘাট সংকট এবং নদীতে তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যহত হওয়ায় গত কয়েকদিন ধরেই দৌলদিয়া ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়ে আসছে। ছয়টি ঘাটের মধ্যে ৫ ও ৬ নং ফেরি ঘাটে ফেরিগুলো পাড়ে ভিরতে পারছে না। এ রুটে ১৬টি ফেরির মধ্যে ছোট-বড় ৫টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। যে কারণে দৌলতদিয়া যানবাহনের দীর্ঘ সিরিয়াল সৃষ্টি হয়ে আসছে। এদিকে তীব্র স্রোত ও বৃষ্টির কারণে গত ৫ দিনেও চালু হয়নি এ রূটের লঞ্চ চলাচল।
এমএস/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি