ঢাকা, শুক্রবার   ১৫ আগস্ট ২০২৫

ধর্মপাশা উপজেলায় রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৮, ৩০ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

সুনামগঞ্জ প্রতিনিধিসুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী হতে গোলকপুর হয়ে সুখাইর বাজার পর্যন্ত ৬ কিলোমিটার ও সুখাইর হতে গারাকোণা উত্তর তিন কিলো. আবার সুখাইর হতে ইসলামপুর পর্যন্ত ৬ কিলো.সহ মোট ১৫ কিলোঃ পর্যন্ত রাস্তা সাব-মার্জিবুল (পাকাকরণ) উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্থর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। 

সোমবার দুপুরে সুনামগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি কর্তৃক ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত উন্নয়ন কাজের উদ্বোধন করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। 

এসময় ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুর রহমান, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শামীম আহমেদ বিলকিস, এলজিইডির ইঞ্জিনিয়ার মো. উল্ল্যাহ খান, তাহিরপুর উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. রায়হান উদ্দিন রিপন, ধর্মপাশা উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মো. নুরুজ্জামান ও সুখাইর রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেনসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জাতির পিতার সুযোগ্য উত্তরসূরী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। আওয়ামী লীগ জনগণের প্রকৃত ম্যান্ডেড নিয়েই বার বার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্টিত হয়ে শহর বন্দর ও গ্রামের বৈষম্য দূরীকরণের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে যে মেগা উন্নয়ন প্রকল্পের কাজ বাস্তবায়িত হচ্ছে যার কারণে দেশের প্রত্যন্ত অঞ্চলের চেহারা পাল্টে যাচ্ছে। বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের একটি রোল মডেল হওয়ায় বিশ্বের পরাশক্তিধর দেশগুলো আজ শেখ হাসিনার মেধা, প্রজ্ঞাকে অনুসরণ ও অনুকরণ করছেন।

কেআই/এসি
 


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি