কাভার্ডভ্যান চাপায় গার্মেন্টস কর্মকর্তার মৃত্যু
প্রকাশিত : ১৭:৪৩, ১৫ জানুয়ারি ২০২০

গাজীপুরের কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকায় কাভার্ডভ্যান চাপায় এক পোশাক কারখানার কর্মকর্তার মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকাল নয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত আনসার আলী পল্লীবিদ্যুৎ এলাকায় স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন।
কোনাবাড়ী হাইওয়ে থানার ওসি মজিবুর রহমান জানান, সকালে কারখানা থেকে সাইকেলযোগে বাসায় ফিরছিলেন আনসার আলী। এসময় একটি কাভার্ডভ্যান তাকে বহনকারী সাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কেআই/আরকে
আরও পড়ুন