ঢাকা, বৃহস্পতিবার   ২৪ জুলাই ২০২৫

নবাবগঞ্জে গরু দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত : ২০:৩৪, ১৫ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

কালের পরিক্রমায় অনেকটা হারিয়েই যেতে বসেছে গ্রাম-বাংলার হাজার বছরে ঐতিহ্য গরু দৌড় প্রতিযোগিতা। হারিয়ে যাওয়া ঐহিত্যকে ফিরিয়ে আনতে প্রতিবারের ন্যায় এবারও ঢাকার নবাবগঞ্জের যন্ত্রাইল ইউনিয়নের চন্দ্রখোলার কালিবাড়ির গরু দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

বুধবার বিকেলে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বাংলা পঞ্জিকা হিসাবে পৌষ মাসের শেষের দিন এই উৎসব পালন করা হয়। 

প্রতিযোগিতা দেখতে দুপর ১টার পর থেকেই নানা বয়সী মানুষ দলে দলে ছুটে আসে। মুহুর্তে মধ্যে মাঠের চারপাশ ভরে উঠে। প্রতিযোগিতাকে কেন্দ্র করে চার দিনব্যাপী গ্রাম্য মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানস্থলকে ঘিরে বাঙালীর সংস্কৃতি ও ঐতিহ্য গ্রাম্য মেলা বসে। মেলায় দোকানিরা খাবারের রকমারি পসরা সাজিয়ে বসে। সেখানেও উপচে পড়া ভিড় লক্ষ করা যায়। 

স্থানীয় বাসিন্দা জগদীস জানান, প্রায় ৪০০ বছর আগে থেকে এ প্রথা পালন করে আসছে এলাকার মানুষ। প্রতি বছর বাংলা পঞ্জিকা হিসাব মতে পৌষ মাসের শেষ দিনে এ উৎসব পালন করা হয়। 

হরিষকুল থেকে মেলা দেখতে আসা শিক্ষক বিমল মজুমদার বলেন, মেলা উপলক্ষ্যে কয়েক দিন আগে থেকে আশপাশের বাড়ি গুলোতে বাড়তে থাকে অতিথির সংখ্যা। আপ্যায়নের জন্য রকমারি পিঠাপুলির আয়োজন করা হয়। গ্রাম বাংলার মানুষের চিরচেনা এ গরুর রশি ছেঁড়া প্রতিযোগিতার ইতিহাস, পুরনো দিনের কথা মনে করিয়ে দেয়।

কান্দা মাত্রা গ্রামের বিমলা দাসী বলেন, এই ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্যই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই উৎসব কেন্দ্র করে এ অঞ্চলের মানুষের মাঝে উৎসবের আমেজ দেখা যায়। 

কেআই/আরকে


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি