ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

সিলেটের গোলাপগঞ্জে শিক্ষা বিস্তারে কাজ করছে এমএ খান ফাউন্ডেশন

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৪, ২৬ জানুয়ারি ২০২০

পাঞ্জাবী পরিহিত আব্দুর রহমান খান সুজা মেধাবৃত্তি প্রদান করছেন। ছবি: একুশে টেলিভিশন

পাঞ্জাবী পরিহিত আব্দুর রহমান খান সুজা মেধাবৃত্তি প্রদান করছেন। ছবি: একুশে টেলিভিশন

Ekushey Television Ltd.

‘শিক্ষার আলো জালবো মেধায় দেশ ভরবো’ এই স্লোগানকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জে শিক্ষা ক্ষেত্রে সহায়তাকারী প্রতিষ্ঠান এমএ খান ফাউন্ডেশনের উদ্যোগে প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। যা এলাকার শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মানসিকতা তৈরি করছে। 

সিলেটের গোলাপগঞ্জের সন্তান আব্দুর রহমান খান সুজা। তিনি লন্ডনে থাকলেও তার মন পড়ে থাকে দেশে। এ থেকেই সুজা নিজের পরিবারের নামে গড়ে তুলেন এমএ খান ফাউন্ডেশন। আর এর মাধ্যমেই প্রতিবছর শিক্ষা, সংস্কৃতিসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।

এই কর্মকাণ্ডের ধারাবাহিকতায় এ বছর তিনি ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এমএ খান ফাউন্ডেশনের উদ্যোগে গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থীর মধ্যে মেধা বৃত্তি পরীক্ষার আয়োজন করেন। আর পরীক্ষা শেষে প্রাথমিক বিদ্যালয়ের ২৫ জন ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২৫ জন মেধাবী শিক্ষার্থীকে নগদ অর্থ, মেডেল ও সনদ প্রদান করেন। এছাড়া বৃক্ষরোপণ কর্মসূচি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়।

শুধু গোলাপগঞ্জ নয়, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব ও বিভিন্ন প্রতিষ্ঠানে খেলাধূলার সামগ্রী এবং গরীব শিক্ষার্থীদের আর্থিক সহায়তাও প্রদান করেন জনাব সুজা। ভবিষতেও তিনি এ প্রচেষ্টা অব্যাহত রাখবেন এমনটাই এলাকার শিক্ষার্থী ও সূধীজনের দাবি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি