পাথরবোঝাই ট্রাকে ব্রিজ ভেঙ্গে খালে, বন্ধ যান চলাচল
প্রকাশিত : ১৪:২৩, ১১ ফেব্রুয়ারি ২০২০

বরিশাল-স্বরূপকাঠী সড়কে পাথরবোঝাই ট্রাকে বেইলি ব্রিজ ভেঙ্গে খালে পড়ে গেছে। এতে দুর্ঘটনা কবলিত ব্রিজের দুই পাড়ের সড়কের যান চলাচল বন্ধ রয়েছে। আটকা পড়েছে কয়েকশ যানবাহন।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে বাবুগঞ্জ উপজেলার মাদবপাশা ইউনিয়ন সংলগ্ন বেইলি ব্রিজটি ভেঙ্গে পড়ে যায়। তবে এঘটনায় এখন পর্যন্ত কোন হতাহতে খবর পাওয়া যায়নি।
এ ব্যাপারে জানতে চাইলে বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার জানান, ‘ব্রিজের ধারণা ক্ষমতার চেয়ে অতিরিক্ত পাথর নিয়ে ট্রাকটি পারাপারের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ট্রাকটি উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক করতে বরিশাল, বানারীপাড়া ও বাবুগঞ্জের ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।
এআই/
আরও পড়ুন