ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

উলিপুরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫৯, ১৩ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

কুড়িগ্রামের উলিপুরে পানিতে ডুবে সাদিয়া (১০) ও সাওদা (৯) নামে দুই বোনের সলিল সমাধি হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দলদলিয়া ইউনিয়নের সরদারপাড়া গ্রামে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে।
 

স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার আনোয়ার হোসেন খান জানান, মৃত দুই বোনের বাবা শাহাদৎ হোসেনের বাড়ী উপজেলার ধরণিবাড়ি ইউনিয়নে। চাকুরীর সুবাদে বাবা-মা ঢাকায় অবস্থান করায় দুই বোন একই উপজেলার দলদলিয়া ইউনিয়নের সরদারপাড়া গ্রামে নানীর বাড়িতে থেকে লেখাপড়া করছিল। 

ঘটনার দিন দুপুরে দুই বোন সবার অজান্তে বাড়ী সংলগ্ন পুকুর পাড়ে খেলতে গিয়ে অসতর্ক অবস্থায় পরে যায়। তাদেরকে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর প্রতিবেশীরা পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে। সাদিয়া ও সাওদা সরদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কেআই/আরকে
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি