ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

উল্লাপাড়ায় র‌্যাবের অভিযানে আটক ১১ মাদকসেবীকে কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ২০:১০, ২৬ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় র‌্যাবের অভিযানে ১১ মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খানের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে। পরে সবাইকে জেল হাজতে প্রেরণ করা হয়। 

সাজাপ্রাপ্তরা হলো উল্লাপাড়ার শাহজানপুরের বরাত আলী সরকারের ছেলে রেজাউল করিম (৫০), ঝিকিড়ার খায়রুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (২২), মৃত সাহেব আলী সরদারের ছেলে ইয়াকুব আলী (২৬), নতুন দাদপুরের ওয়াজেদ আলীর ছেলে আয়নাল হক (৩৬), ইসলামপুরের কালা চাঁনের ছেলে মোশারফ (২৪), বালশাবাড়ির নজব আলীর ছেলে মহাসীন মিয়া (২৬), সিরাজগঞ্জ সদর উপজেলার মৃত. বিমল রায়ের ছেলে সমীর রায় (৩০), এনায়েতপুর থানার খুকনী গ্রামের সানোয়ার ফকিরের ছেলে ইয়াসিন ফকির (৩২) কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং উল্লাপাড়ার রামকান্তপুরের আলতাফ হোসেনের ছেলে মাসুদ রানা (৩২), রফিকুল ইসলামের ছেলে আলা উদ্দিন (২৩), ঝিকিড়া বটতলার শুকুর আলীর ছেলে ওমর ফারুক (২৪) কে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। 
এদেরকে মঙ্গলবার রাতে উল্লাপাড়ার বিভিন্ন স্থান থেকে মাদকসেবনকালে র‌্যাব-১২ এর সদস্যরা অভিযান চালিয়ে গ্রেফতার করে।

কেআই/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি