ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

নবীননগরে ভুট্টাক্ষেত থেকে নারীর মৃতদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ২০:৪৩, ৪ মার্চ ২০২০ | আপডেট: ২০:৫৯, ৪ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গায় ভুট্টাক্ষেত থেকে এক নারীর গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে সদর উপজেলার নবীননগর এলাকার একটি মাঠ থেকে এ মৃতদেহ উদ্ধার করা হয়। এখনো পর্যন্ত নিহত ওই নারীর পরিচয় মেলেনি।

পুলিশ জানায়, দুপুরে মাঠে কাজ করার সময় একটি ভূট্টা ক্ষেত থেকে দুর্গন্ধ পায় কৃষকরা। সেখানে গিয়ে এক নারীর গলিত মৃতদেহ পড়ে থাকতে দেখে পায় তারা। এসময় তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে গলিত মৃতদেহটি উদ্ধার করে। পরে মৃতদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে নেয়া হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, ধারনা করা হচ্ছে কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে। মৃতের সময় তার পরনে বোরকা ছিলো। বোরকার ধরন দেখে বোঝা যাচ্ছে নারীটি সাবালিকা ছিলো। ময়নাতদন্তের পর ঘটনার কারণ জানা যাবে।

কেআই/ আরকে

 


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি