ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বেরোবির শ্রদ্ধা

বেরোবি প্রতিনিধি

প্রকাশিত : ২২:২৩, ৭ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।

শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর অস্থায়ী প্রতিকৃতি বসিয়ে বেরোবির ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর আর এম হাফিজুর রহমান সেলিম এর নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানায় শিক্ষকরা। 

এরপর শিক্ষকদের সংগঠন মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজ, অফিসার্স অ্যাসোসিয়েশন, স্বাধীনতা পরিষদ, তৃতীয় শ্রেণি কর্মচারী ইউনিয়ন, কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ ছাত্রলীগ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা, শিক্ষার্থীদের বিভিন্ন হল এবং বিভিন্ন বিভাগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। 

কেআই/আরকে
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি