ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

বরগুনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ১৩:২৩, ৮ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

“প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে বরগুনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। 

আজ রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি উন্নয়ন সংগঠন অংশ গ্রহন করে। 
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক নূর হোসেন সজল। 

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বরগুনা পৌরসভার মেয়র শাহাদাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ, প্রেসক্লাবের সভাপতি সঞ্জীব দাস এবং স্বাগত বক্তব্য রাখেন বরগুনা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মেহেরুন নাহার মুন্নি। 

আলোচনা শেষে মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা সংঙ্গীত পরিবেশন করেন। বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংগঠনের সহযোগিতায় দিবসটি আয়োজন করে বরগুনা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। 

এআই/


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি