ঢাকা, বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০২৪

টাঙ্গাইলে চলছে লকডাউন: নতুন আক্রান্ত ৫ 

টাঙ্গাইল প্রতিনিধি  

প্রকাশিত : ১৬:২০, ১৩ এপ্রিল ২০২০

করোনাভাইরাস সংক্রমনের ঝুঁকি এড়াতে টাঙ্গাইলে ৭ম দিনের মতো চলছে লকডাউন। নতুন করে আরো ৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ভূঞাপুরে ৩ জন, মধুপুরে ১ জন ও নাগরপুরে ১ জন রয়েছেন। আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন। 

লকডাউন কার্যকর করতে জেলায় ৫৪টি চেকপোষ্টে পুলিশ নজরদারি করছে। পুলিশের পাশাপাশি র‌্যাব ও ও সেনাসদস্যরাও জনসাধারনকে ঘরে থাকার নির্দেশ প্রদান করলেও নানা অজুহাতে কিন্তু জনসাধারন ঘর থেকে রের হচ্ছে। 

করোনায় নতুন আক্রান্তরা হলেন, ভূঞাপুর উপজেলার শাফলকুড়া গ্রামের হেলাল, জিগাতলা গ্রামের রফিকুল ও রাউতবাড়ি গ্রামের সোহাগ, মধুপুর উপজেলার গোপদিয়া গ্রামের নাসির উদ্দিন এবং নাগরপুর উপজেলার খাগুরিয়া গ্রামের লিটন। এরা সবাই ঢাকা ও নারায়নগঞ্জ থেকে আগত। ইতোপূর্বে টাঙ্গাইলের মির্জাপুর,গোপালপুর ও ঘাটাইলে তিনজন আক্রান্ত হয়েছিল। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলো ৮ জন। 

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ওয়াহিদুজ্জামান জানান, আক্রান্ত ৫ জনের মধ্যে ৩ জনকে মযমনসিংহ পাঠানো হয়েছে। আর বাকি দুইজনকে কোথায় রাখা হবে এ বিষয়ে এখন পর্যন্ত সিদ্ধান্ত নেয়া হয় নাই। তারা সকলেই মোটামুটি সুস্থ আছে। 

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি