ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

ওবায়দুল কাদেরের পক্ষে ত্রাণ, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:১৮, ১৪ এপ্রিল ২০২০

করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় সরকারের দেয়া নির্দেশনা মেনে নোয়াখালীর কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদেরের পক্ষে ত্রাণ, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১০ হাজার পরিবারের মাঝে প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হয়।

জানা যায়, চলার প্রত্যয়ে সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়ে কোহিনুর হুদা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি নুরুল করিম জুয়েলের উদ্যোগে এই ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হয়। সেই সাথে করোনা সুরক্ষার জন্য বিতরণ করেন ৫হাজার হ্যান্ড স্যানিটাইজার ও ৩ হাজার মাস্ক বিতরণ করা হয়।

এমবি//


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি