ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

চৌদ্দগ্রামে ৪শ’ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ২১:৩২, ১৬ এপ্রিল ২০২০ | আপডেট: ২১:৩৩, ১৬ এপ্রিল ২০২০

সামাজিক দূরত্ব বজায় রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ৪ শত জন কৃষকের মাঝে মৌসুমের আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনার অংশ হিসাবে বিনামূল্যে সার ও বীজ বিতরন করেছে উপজেলা কৃষি অফিস। 

আজ সকালে চৌদ্দগ্রাম উপজেলা কার্যালয় প্রাঙ্গনে ২০২০-২১ অর্থবছরের কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় উফশী আউশ আবাদের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরন করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মো. মিজানুর রহমান মিজান, উপজেলা ভাইস চেয়ারম্যান এবি এম বাহার, উপজেলা কৃষি অফিসার আবদুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. মজিবর রহমানসহ আরো অনেকে।
এ সময় উপজেলার ১৪টি ইউনিয়নে ৪ শত জন কৃষকের মাঝে ৫ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ১০ কেজি এমওপি সার ও একটি ধান কাটার মেসিন বিতরন করা হয়।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি