ঢাকা, রবিবার   ১৩ অক্টোবর ২০২৪

কুড়িগ্রামে বিদ্যুৎপৃষ্টে ২ জনের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি 

প্রকাশিত : ২১:৪৪, ২৯ মে ২০২০ | আপডেট: ২১:৫৪, ২৯ মে ২০২০

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ও নাগেশ্বরীর কচাকাটায় বিদ্যুৎপৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে একজন। শুক্রবার দুপুরে ভূরুঙ্গামারীর উত্তর তিলাই ও বিকেল সাড়ে তিনটায় কচাকাটার গাবতলা গ্রামে এ ঘটনা দুটি ঘটে। 

স্থানীয়রা জানান, উপজেলার শিলখুড়ী ইউনিয়নের উত্তর তিলাই হরিরধাম গ্রামের আব্দুস সবুরের ছেলে আব্দুর রশিদ সেচ পাম্পের লাইনে ব্যাটারিচালিত অটো চার্জ দেয়ার সময় বিদ্যুৎপৃষ্ট হয়। 

এসময় তাকে উদ্ধারে শফিকুল ইসলাম নামে একজন এগিয়ে আসলে সেও আহত হয়। দুজনকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে রশিদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সে উত্তর তিলাই রুহুল ইসলাম দাখিল মাদরাসার পিয়ন পদে কর্মরত। শিলখুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইসমাইল হোসেন ইউসুফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে বিকেল সাড়ে তিনটার দিকে নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার এলাকার গাবতলা গ্রামের ছেলে শরিফুল ইসলাম নয়ন বাড়িতে মাড়াই করা ধান স্ট্যান্ড ফ্যানে বাতাস দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি