ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

পত্নীতলায় নারী-পুরুষের মৃতদেহ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩১, ১ জুন ২০২০

পুকুরের পানিতে ভেসে থাকা লাশ

পুকুরের পানিতে ভেসে থাকা লাশ

Ekushey Television Ltd.

নওগাঁর পত্নীতলা উপজেলায় পৃথক ঘটনায় নারীসহ দুই জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১ জুন) দুপুরে মৃতদেহ দুটি উদ্ধার করে পত্নীতলা থানা পুলিশ।

নিহতরা হলো- উপজেলার কাশিপুর গ্রামের মংলা রামের ছেলে সুমি রাম (৫৫) ও একই উপজেলার কান্তা কিসমতপুর গ্রামের মাধুরী রানী (৬৫)।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চক্রবর্তী জানান, আজ দুপুরে মাধুরী রানী তার ছেলে ও ছেলে বউয়ের ওপর রাগ করে নিজ বাড়িতে বিষ পান করে আত্মহত্যা করে। 

অন্যদিকে কাশিপুর গ্রামে অতিরিক্ত মদপানের কারণে সুমি রাম নামের ওই ব্যক্তির মৃত্যু হয়। পরে গ্রামের একটি পুকুরের কিণার থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। 

ওসি আরও জানান, মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি