ঢাকা, বুধবার   ১১ ডিসেম্বর ২০২৪

সরাইলে কালবৈশাখীতে ৩০টি ঘরবাড়ি বিধ্বস্ত,আহত ৮ 

সরাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৭, ৬ জুন ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ৪টি গ্রামে কালবৈশাখীর আঘাতে ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং ৮ জন আহত হয়েছে। শনিবার (৬ জুন) সকালে এতে মসজিদসহ ৩০ পরিবারের ঘরবাড়ি, গাছপালা ও গবাদি পশু ক্ষতিগ্রস্থ হয়।

নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান কাজল চৌধুরী বলেন, শনিবার সকাল সাড়ে আটটার দিকে আইরল,শান্তিনগর, কুচনি ও বুড্ডা গ্রামে প্রবল ঘুর্নিঝড় আঘাত হানে। এতে মসজিদ, বাড়িঘর,পাকাবাড়িসহ ও রাস্তার গাছপালা ভেঙ্গে পড়ে। 

এ সময় উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে বলেন, টর্নেডো পুর্নবাসনে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ দোলা খানের পক্ষ থেকে ৩০ পরিবারকে ৩০ বান্ডিল টিন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০ পরিবারের প্রত্যেককে খাওয়ার জন্য চাউল,৩ হাজার টাকা করে নগদ প্রদান করা হয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.সাইফুল ইসলাম।
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি