ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

আড়াই মাস পর হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০২, ৮ জুন ২০২০

চলমান করোনা সংকটাবস্থায় দীর্ঘ আড়াই মাস বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে ফের আমদানি-রপ্তানি শুরু হয়েছে উত্তরের হিলি স্থলবন্দর দিয়ে। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় ভারত থেকে পণ্য বোঝাই ট্রাক বন্দরে প্রবেশের মধ্যদিয়ে এই কার্যক্রম চালু হয়।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক এ প্রতিবেদককে জানান, ‘বাংলাদেশ ও ভারতের আমদানি-রপ্তানিকারকদের মধ্যে কয়েক দফা বৈঠক ও চিঠি আদান-প্রদানের পর স্বাস্থ্যবিধি মেনে আজ সকাল থেকে দুই দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম আবারও চালু হয়েছে।’ 

প্রথম দিন ভুট্টা ও পেঁয়াজসহ বিভিন্ন আমদানি পণ্যবাহী ট্রাক প্রবেশ করেছে। প্রতিদিন এই বন্দর দিয়ে ৪০টি ট্রাকে করে আমদানি-রপ্তানি কার্যক্রম চালানো হবে বলেও জানান তিনি। 

এআই//এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি