ঢাকা, রবিবার   ১৩ অক্টোবর ২০২৪

গাজীপুরে উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু  

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:০৫, ১০ জুন ২০২০

করোনার উপসর্গ নিয়ে গাজীপুরে আরও একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) রাতে শহীদ তাজউদ্দীন মেডিকেল হাসপাতালের আইলোশনে চিকিৎসাধীন অবস্থার মারা যান তিনি। 

মৃত ব্যক্তি শহরের ছায়াবীথি এলাকায় থাকতেন। এ নিয়ে জেলায় করোনায় ৫ জনের প্রাণহানি ঘটলো। 

হাসপাতালের পরিচালক ডা. খলিলুর রহমান জানান, ‘আইসোলেশনে থাকা ৭১ বছর বয়সী এক ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। জ্বর, শ্বাসকষ্ট, কাশি ছাড়াও ডায়াবেটিক ও হার্টের সমস্যায় নিয়ে গত ৮ জুন সকালে এসব সমস্যা নিয়ে ভর্তি হন তিনি। পরে তার নমুনা সংগ্রহ করা হলেও এখনও রিপোর্ট পাওয়া যায়নি।’


এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি