ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, চালক নিহত

রাজশাহী প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৩৫, ১৯ জুন ২০২০

Ekushey Television Ltd.

রাজশাহীতে পাথরবোঝাই একটি ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কায় ইসহাক আলী (৪৬) নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে মহানগরীর খড়খড়ি বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ট্রাক চালক কুষ্টিয়া জেলার সদর থানার মঙ্গলবাড়িয়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় হোসেন আলী (২২) নামে আরেক  হেলপার আহত হয়েছেন। তিনিও একই গ্রামের বাসিন্দা। আহত হেলপারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজশাহী নগরের চন্দ্রিমা থানার এসআই রবিউল ইসলাম জানান, ‘পাথরবোঝাই বেশ কয়েকটি ট্রাক হিলি থেকে রাজশাহী হয়ে রাজবাড়ী যাচ্ছিল। ট্রাকগুলো খড়খড়ি বাইপাস কাগজ মিলের সামনে আসলে সামনের একটি ট্রাক ব্রেক কষে। এ সময় পেছনের একটি ট্রাক গিয়ে সামনের ট্রাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন পেছনের ট্রাক চালক ইসহাক আলী ও হেলপার হোসেন আলী।’ 

তিনি জানান, ‘আহতবস্থায় তাদেরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে জরুরি বিভাগের বিভাগের চিকিৎসক ইসহাককে মৃত ঘোষণা করেন।’

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি