ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪

ঠাকুরগাঁওয়ে ভাতিজার ধাক্কায় চাচা নিহতের অভিযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২০:২৬, ২৩ জুন ২০২০

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার বলঞ্চা গ্রামে বাড়ির বৃষ্টির পানি নিস্কাশন নিয়ে বিরোধে ভাতিজার ধাক্কায় চাচা নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে বলঞ্চা গ্রামের রমজান আলীর( ৪৫) বাড়ির বৃষ্টির পানি তার প্রতিবেশী চাচাত ভাই সাহাব আলীর বাড়ির রাস্তার উপর দিয়ে যাচ্ছিল। এই নিয়ে দুই চাচাতো ভাই রমজান আলী ও সাহাব আলীর মাঝে কথা কাটাকাটি শুরু হয়। এ সময় রমজান আলীর ভাই জামাল উদ্দীন তাদের থামাতে এগিয়ে গেলে সাহাব আলীর পুত্র আলম (৩০) চাচা জামাল উদ্দীনকে ধাক্কা দেয়। এতে চাচা জামাল উল্টে মাটিতে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

তবে এলাকাবাসী জানান, জামাল উদ্দিন আগে থেকে হৃদরোগে ভূগছিলেন। খবর পেয়ে রানীশংকৈল থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রানীশংকৈল থানার ওসি আবদুল মান্নান জানান, মৃত জামালউদ্দিনের স্ত্রী আকতারা বানু বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে এবং লাশের ময়না তদন্তের রির্পোট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরকে// 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি