ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪

রাজশাহীতে করোনায় ব্যবসায়ীর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:০১, ৩০ জুন ২০২০

রাজশাহীতে করোনা ভাইরাসে আক্রান্ত এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

মৃত ব্যবসায়ীর নাম আসাদুল ইসলাম খোকন (৬০)। রাজশাহী মহানগরীর হোসনীগঞ্জ এলাকায় তার বাড়ি। আসাদুল ইসলামের সাহেববাজারে একটি মার্কেট রয়েছে। এছাড়াও তিনি ঠিকাদারি ব্যবসা করতেন।

তার ছেলে আশরাফুল ইসলাম জানান, ‘তার বাবার করোনা পজিটিভ ছিল। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গতকাল বিকেলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি মারা যান।’
 
রামেক হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে আসাদুলের লাশ দাফনের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনকে দায়িত্ব দেয়া হয়েছে।’

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি