ঢাকা, সোমবার   ২৬ জানুয়ারি ২০২৬

পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:৪৪, ৩০ জুন ২০২০

Ekushey Television Ltd.

দেশিয় কাঁচামাল রাষ্ট্রায়ত্ব পাঠকল বন্ধের সিদ্ধান্ত বাতিল করে বেতন ভাতা পরিশোধ এবং পাট শিল্পকে আধুনিকায়নের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

পাশাপাশি শ্রমিক ছাটাই বন্ধ, অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের চিকিৎসা নিশ্চিত ও পূর্ণাঙ্গ রেশিয়ানেরও দাবি জানানো হয়।  

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- ট্রেড ইউনিয়ন সংঘ রাজবাড়ী জেলা শাখার সভাপতি রবিউল আলম মিনু, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের ভারপ্রাপ্ত সম্পাদক জাচ্চু রহমান, হোটেল শ্রমিক সভাপতি নুরুল হুদা প্রমুখ।

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি