ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫

বিজয়নগরে ব্যবসায়ীর অর্ধ-গলিত মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২৩, ৩০ জুন ২০২০ | আপডেট: ১৭:২৪, ৩০ জুন ২০২০

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা থেকে জজ মিয়া (৩৮) নামে এক ব্যক্তির অর্ধ গলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার সিঙ্গারবিল বাজার মার্কেটের একটি দোকানঘর থেকে পচন ধরা মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জজ মিয়া স্থানীয় উথারিয়াপাড়ার গিয়াস উদ্দিনের ছেলে। 

পুলিশ জানায়,বাজারের একটি মার্কেটের দ্বিতীয় তলার একটি দোকনঘর থেকে রক্ত বের হতে দেখে বাজার কমিটির নেতারা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোকানঘর থেকে জজ মিয়ার পচন ধরা মরদেহ উদ্ধার করে। গত এক বছর ধরে জজ মিয়া বাড়িতে না গিয়ে ওই দোকান ঘরেই থাকতেন। 

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান,জজ মিয়া হতাশাগ্রস্ত ছিলেন। ধারণা করা হচ্ছে হতাশা থেকেই তিনি আত্মহত্যা করতে পারেন। ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা যাবে না।
কেআই/  
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি