ঢাকা, রবিবার   ১৫ সেপ্টেম্বর ২০২৪

কুমিল্লায় আরও ১৯৯ জন করোনায় আক্রান্ত

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ২০:১৪, ৩০ জুন ২০২০

কুমিল্লায় গত ২৪ ঘন্টায় ১৯৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩৫০০ জনে দাঁড়িয়েছে। নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে কুমিল্লা সিটি করপোরেশনে ৯০ জন, আদর্শ সদরে ৯ জন, লাকসামে ১৭ জন, চৌদ্দগ্রামে ২০ জন, দাউদকান্দিতে ৫ জন, দেবীদ্বারে ৯ জন, তিতাসে ১ জন, বরুড়ায় ১০ জন, হোমনায় ৩  জন, বুড়িচংয়ে ৪ জন, মনোহরগঞ্জে ৪ জন, সদর দক্ষিনে ৪ জন, মুরাদনগরে ৫ জন, লালমাইয়ে ৪ জন, সদর দক্ষিনে ২ জন, বুড়িচংয়ে ৫ জন, মেঘনায় ১ জন, নাঙ্গলকোটে ১৩ জন ও ব্রাহ্মনপাড়ায় ২ জন। নতুন ৬ জনসহ এ পর্যন্ত জেলায় মোট মৃত্যুবরণ করেছে ১০০ জন। সনাক্তের বিবেচনায় সুস্থতার হার ৪১.১৪ শতাংশ এবং মৃত্যুর হার ২.৮ শতাংশ।

কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল পর্যন্ত কুমিল্লায় করোনা ভাইরাসে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৩৫০০ জন আর মৃত্যুবরণ করেছেন ১০০ জন। হোম আইসোলেশনে চিকিৎসা নিয়ে ৩৫০০ জনের মধ্যে আজকের ১২৩ জনসহ ১৪৪০ জন সুস্থ্য হয়েছেন।

উপজেলাওয়ারী আক্রান্ত হলো কুমিল্লা সিটি কর্পোরেশনে কুমিল্লা সিটি কর্পোরেশনে ৯৪৩ জন, দেবীদ্বারে ৩২৮ জন, মুরাদনগরে ২৪২ জন, চান্দিনায় ১৮৮ জন, লাকসামে ১৭১৯৪ জন, চৌদ্দগ্রামে ২৭২ জন, বুড়িচংয়ে ১৭০ জন, নাঙ্গলকোটে ২০৪ জন, আদর্শ সদরে ১৩৫ জন, দাউদকান্দিতে ১৪৫ জন, সদর দক্ষিনে ১০৩ জন, তিতাসে ৯৫ জন, ব্রাহ্মনপাড়ায় ৫৫ জন, বরুড়ায় ১০৭ জন, মনোহরগঞ্জে ৯২ জন, হোমনায় ১১৩ জন, মেঘনায় ২৯ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন ও লালমাইয়ে ৫০ জনসহ জেলায় মোট আক্রান্ত ৩৫০০ জন। কুমিল্লায় এ পর্যন্ত করোনাভাইরাস এর নমুনা সংগ্রহ  ১৮৯২২ জন ও রিপোর্ট পাওয়া গেছে  ১৭৯৪২ জনের। 
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি