ঢাকা, শনিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৪

করোনা জয় করলেন ভোলার জেলা জজ

নারায়ন চক্রবর্ত্তী,সরাইল

প্রকাশিত : ২২:০০, ১ জুলাই ২০২০

করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ভোলার জেলা জজ এবিএম মাহমুদুল হক। তিনি রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল (সাবেক-আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) এর চিকিৎসাধিন ছিলেন। বুধবার (১ জুলাই) তিনি চিকিৎসা শেষে বাসায় ফেরেন।

জানা গেছে,গত ২১ জুন তীব্র শ্বাসকষ্ট ও জটিল অবস্থায় বিমান বাহিনীর হেলিকপ্টারে করে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড সেন্টারে তাঁকে স্থানান্তর করা হয়। 

সেখানে তিনি ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিষ্ট ডা. মোহাম্মদ আব্দুল হান্নান, ডা. মেহেদী হাসান এবং বক্ষব্যধি বিশেষজ্ঞ ডা. গৌতম সেনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি