ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

পদ্মায় যুবকের ভাসমান মরদেহ

রাজবাড়ী প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:২৩, ৭ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

পদ্মা নদীর রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী এলাকা থেকে পুলিশ অজ্ঞাত (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে। আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।

পাংশা থানার ওসি আহসানউল্লাহ জানান, ‘নদীতে মরদেহ ভেসে থাকার সংবাদ পেয়ে মঙ্গলবার বেলা ১২টার দিকে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।’

কিভাবে ওই যুবককে হত্যা করা হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে তা জানা যাবে বলে জানান তিনি। 

এআই//এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি