ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

মুক্তিযোদ্ধা দীনেশ দাস আর নেই

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা 

প্রকাশিত : ১৭:২৯, ১৬ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র দাস (৬৮) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন এ মুক্তিযোদ্ধা।
 
পরে দুপুর ১২টায় তাকে নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার ও চাতলপাড় পুলিশ ফাঁড়ির তদন্তকারী কর্মকর্তা রঞ্জন কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করে।

এ সময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা কর্তিক চন্দ্র, নিতাই চন্দ্র সরকার, মো. আজহার মিয়া, মো, নুর ইসলাম, মো. কানন চৌধুরী, মো. সোহরাব মোল্লা ও ভলাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রুবেল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এআই//এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি